Sunday, July 4, 2021

ঝড় থেমে যাক

  শিরোনাম: ঝড় থেমে যাক

কথা, সুর: চমক হাসান, ফিরোজা বহ্নি কণ্ঠ: চমক, বহ্নি, বর্ণমালা এই ছন্দহীন বন্দী জীবন লাগছে না আর ভালো হঠাৎ করে পৃথিবীটা এমন থমকে গেল আর যে কবে সব ঠিক হবে কেউ জানে না অস্থিরতা, বিষণ্নতায় মন মানে না আর ক’টা দিন আরও ক’টা দিন পাখি নীড়েই বন্দী থাকো পাখি আকাশে উড়ো নাকো আজ বাইরে ভীষণ ঝড় তাই- ঘরে বসেই ছবি আঁকো এই দুঃসময়েও বুকের ভেতর স্বপ্ন বাঁচিয়ে রাখো একদিন এই ঝড় থেমে যাবে- ঝড় থেমে যাক নিস্তব্ধ পৃথিবী প্রাণ ফিরে পাবে- প্রাণ ফিরে পাক অশুভ এই কালো মেঘ সরে যাবে- মেঘ সরে যাক থমকে যাওয়া জীবন আবার ছন্দ-মুখর হবে

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home